দেশে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বহুদিন আগেই । তা সত্ত্বেও সেকেন্ড ওয়েভে ধরা পড়েছে ভয়াল ছবি। ভ্যাকসিন নেওয়ার পরও করোনা হয়েছে এমন ঘটনাও কম ঘটেনি। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিন নেওয়ার পর করোনা হলেও তার তীব্রতা অতটা বেশি থাকবে না, তবে কেরলের যে ছবি সামনে এসেছে তা সত্যিই উদ্বেগজনক। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শুধুমাত্র কেরলে ৪০ হাজার মানুষ ব্রেক-থ্রু সংক্রমণের শিকার হয়েছেন অর্থাৎ ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও তাদের করোনা হয়েছে। এই রিপোর্ট সামনে আসার পর কেরলের স্বাস্থ্য দফতরকে জেনোম সিকোয়েন্সিং-এর সমস্ত রিপোর্ট কেন্দ্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট দেখেই চিকিৎসকরা সিদ্ধান্তে আসবেন ঠিক কি কারণে ভ্যাকসিন নেওয়ার পরও করোনা সংক্রমণ এত বেশি হয়েছে। ডেল্টা ভারিয়েন্টের জন্যই এই সংক্রমণ কি না তা খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন নেওয়ার পর করোনা সংক্রমণ হওয়া বিরল ঘটনা হলেও অসম্ভব নয়। তবে ভ্যাকসিন থেকে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা কোন ভ্যারিয়েন্টের জন্য নষ্ট হয়ে যাচ্ছে তা জানতে আগ্রহী চিকিৎসকরা।