দেশ

৫ রাজ্যের নির্বাচন-‌উপনির্বাচন নিয়ে মত জানতে চেয়ে রাজনৈতিক দলগুলিকে চিঠি কমিশনের

৫টি রাজ্যে নির্বাচন, উপনির্বাচন নিয়ে কী মত রাজনৈতিক দলগুলির?‌ তা জানতে চিঠি দিল নির্বাচন কমিশন। পাশাপাশি তাদের কাছে কমিশনের অতিমারী সংক্রান্ত গাইডলাইন নিয়ে মতামত চাওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলিকে ৩০ অগাস্টের মধ্যে এই বিষয়ে মতামত দিতে হবে। কমিশন জানিয়েছে, তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে নতুন গাইডলাইন তৈরি করা হবে। প্রসঙ্গত, ৫ রাজ্যে একাধিক নির্বাচন এবং উপ নির্বাচন সঠিক সময়ে হয়নি। আর সেগুলি বিবেচনা করে আরও একটি গাইলাইন তৈরি করা হতে পারে। এদিকে হাতে আর মাত্র ৩ মাস। ৫ নভেম্বরের মধ্যে যে কোনও বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মমতা ব্যানার্জিকে। একাধিকবার এই রাজ্যে উপনির্বাচন করাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছিল পার্থ চ্যাটার্জি, শশী পাঁজা-সহ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। রাজ্যে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমার উদাহরণ দিয়ে দ্রুত ৭টি বিধানসভা কেন্দ্রে ভোটের দাবি জানায় তৃণমূল। আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ‘‌আমরা সঠিক সময়ে আমাদের দলের তরফে জানিয়ে দেব।’‌ তবে পুজোর আগে উপনির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।