সাত সকালেই মুর্শিদাবাদের বড়ঞায় খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সাতসকালে বাজার করে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন বড়ঞা এলাকার কুরনুরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোস্তফা শেখ। আজ সুন্দরপুর মোড়ের কাছে এই ঘটনা ঘটেছে। সন্দেহের তির বিজেপির দিকে। এখনও কেউ ধরা পড়েনি। স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদের শ্রীরামপুর গ্রামে বাড়ি মোস্তাফা শেখের। তিনি কুরনুরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি বাইক নিয়ে সুন্দরপুর মোড়ে বাজার করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ে ধরেছিলেন রাজ্য সড়ক। জানা গেছে, তখনই চৈত্রপুর-রাজহাট গ্রামের মাঝে মাঠে কয়েকজন দুষ্কৃতী তাঁকে তাড়া করে। তার পরে আচমকা চলে বোমাবাজি। বোমার আঘাতে বাইক থেকে পড়ে যান মোস্তাফা। তারপর তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চলে বলে জানিয়েছে পুলিশ। এখানেই শেষ নয়, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মোস্তাফার দেহ। তার পরে ধানখেতের পাশে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বড়ঞা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জায়গায় জায়গায়। মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের অভিযোগ, চরম সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। পরপর দু’দিন নৃশংস ভাবে খুন হতে হল তৃণমূলের দুই সদস্যকে। গতকাল কান্দিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে রাজিবুর রহমানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই ঘনিয়েছিল উত্তেজনার আঁচ। আজ তা চরমে পৌঁছয়। হকুমা হাসপাতালে পাঠানো হয়।