করোনা বিধিনিষেধে আরও ছাড় দিল নবান্ন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগামী ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে বাড়ানো হয়েছে করোনার বিধিনিষেধ। যার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকলেও নৈশ কার্ফুর সময়সীমা বাড়ানো হয়েছে ১১ টা থেকে ৫ টা পর্যন্ত। আর তারপরেই বার ও রেস্তোরাঁ খোলা নিয়ে বিশেষ ঘোষণা করল নবান্ন। এদিন জানানো হয়েছে, এবার থেকে বিধিনিষেধের মাঝেই ৮ টার জায়গায় রাত সাড়ে দশটায় পর্যন্ত খোলা থাকবে বার, রেস্তোরাঁ ও অন্যান্য দোকানপাট। সমস্ত সুরক্ষাবিধি মেনে সরকারি অনুষ্ঠান করা যাবে। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে সুইমিং পুল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে স্টেডিয়াম। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলবে থিয়েটার হল, অডিটোরিয়াম। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রীকালীন বিধিনিষেধ জারি থাকবে।