জেলা

ফের মুর্শিদাবাদের রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল

কয়েক দিন আগেই মুর্শিদাবাদের আহিরণ হল্ট স্টেশন সংলগ্ন ব্রিজে ধস নেমেছিল। সেই ধস মেরামতের কাজ শেষ হতে না হতেই আরও একবার ধস। অতিবৃষ্টির জেরে এবার আহিরণ হল্ট রেললাইনে ধস নামল। ফলে শুক্রবার রাত থেকে আজিমগঞ্জ-মালদা শাখাতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফারাক্কা হয়ে উত্তরবঙ্গগামী বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। মালগাড়ি চলাচলও  সম্পূর্ণরূপে বন্ধ। খবর দেওয়া হয়েছিল রেলের আধিকারিকদের। শনিবার সকালে তাঁরা সেখানে গিয়ে

রেললাইন মেরামতের কাজ শুরু করেছেন। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। অবশ্য রাজ্যে আংশিক লকডাউন থাকায় ওই শাখাতে কম সংখ্যক ট্রেন চলাচল করছে। রেল দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক দিনের প্রবল বৃষ্টির জেরে আহিরণ হল্ট স্টেশন এবং সুজনিপারা স্টেশনের মধ্যে প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস নেমেছে। কংক্রিটের স্ল্যাবের তলা থেকে গ্রানাইট পাথরের স্তর সরে গেছে। শনিবার সকালেও ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।