জেলা

ধৃত ভুয়ো মহিলা আইপিএসের পুলিশ হেফাজত

শুক্রবার গ্রেফতার করা হয় ওড়িশার ভুয়ো আইপিএস শর্মিষ্ঠা বেহরাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। তবে ভুয়ো আইপিএ, হিসাবে তিনি নিজেকে কেন পরিচয় দিতেন সেটা এখনও স্পষ্ট হয়নি। শুক্রবার বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত বনসংখ্যা গ্রামের মাইপাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয় ভুয়ো আইপিএস অফিসারের পরিচয় দেখানোর জন্য। গ্রেফতার হওয়া ওই যুবতীকে শনিবার তোলা হয় সিউড়ি আদালতে। জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি উড়িষ্যায়। শর্মিষ্ঠা বেহারা নামে ওই মহিলার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আদালতে ওই মহিলার পাঁচ দিনের পুলিশি হেফাজত চায়। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চায়। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন তিনি।