দেশ

১৪ অগাস্ট পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, ঘোষণা প্রধানমন্ত্রীর

naya আগামীকাল দেশ স্বাধীনের ৭৫ বছর । আগামীকাল দেশজুড়ে পালিত হবে ৭৫তম স্বাধীনতা দিবস । তার আগে দেশভাগের যন্ত্রণার কথা প্রকাশ পেল প্রধানমন্ত্রীর টুইটে । দেশভাগের যন্ত্রণার কথা স্মরণ করার সঙ্গে তিনি আরও একটি বড় ঘোষণা করেন । জানান, ১৪ অগাস্ট ‘দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস’ হিসাবে পালন করা হবে । আজ সকালে দুটি টুইট করেন মোদি । লেখেন, “দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয় । হিংসা ও বিদ্বেষের জন্য আমাদের ভাই ও বোনেদের ঘর ছাড়া হতে হয়েছে । সেইসব মানুষগুলির বলিদানের কথা মাথায় রেখে ১৪ অগাস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে ।” আরও একটি টুইট করে তিনি জানান, এই দিনটি আমাদের সবসময় মনে করাবে সামাজিক বৈষম্যের কথা । একইসঙ্গে দেশের ঐক্য, সংবেদনশীলতা আরও মজবুত হবে । প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও টুইট করে এই ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’- উদযাপনের পক্ষে সওয়াল করেছেন। সেই সঙ্গে আরও লিখেছেন, “দেশভাগের কারণে ভারতের যা ক্ষতি হয়েছে ভাষায় বর্ণনা করা যায় না। এই ‘বিভাজন বিভিষীকা স্মৃতি দিবস’ সমাজে শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতির ঐক্য গড়ে তুলবে। সেই সঙ্গে দূর হয়ে যাবে যাবতীয় বিদ্বেষ।”