জেলা

আসছে থার্ড ওয়েভ! জেলা হাসপাতালগুলিকে পরিকাঠামো তৈরি নিয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের

সেপ্টেম্বর মাসেই তৃতীয় ওয়েভ আছড়ে পড়তে পারে। গত কয়েকদিন আগে এমনটা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, থার্ড ওয়েভের আশঙ্কাতে নতুন করে ফের একবার রাজ্যে বাড়ানো হয়েছে বিধি নিষেধ। আগামী ৩০ অগস্ট পর্যন্ত একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে গত কয়েকদিন আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মূলত রাজ্যে তৃতীয় ওয়েভের ঝড় সামলাতে কি কি বিষয়কে এখন থেকে মানতে হবে সেদিকে তাকিয়ে এই বৈঠক করা হয়েছে। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। বিশেষ করে জেলা হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার নবান্নের তরফ জেলার সমস্ত হাসপাতাল, স্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে নবান্নের তরফে। মূলত থার্ড ওয়েভ মোকাবিলাতে এখন থেকে সাবধান হওয়ার কথা বলা হয়েছে। সেদিকে তাকিয়ে সবরকম ভাবে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অক্সিজেন সহ করোনা মোকাবিলাতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলি দ্রুত তৈরি রাখার নির্দেশ জেলা হাসপাতালগুলিকে নবান্নের তরফে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিকাঠামো তৈরির ক্ষেত্রে নবান্ন সবরকম সাহায্য করবে বলে জানানো হয়েছে। নবান্নের তরফে দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে যে, পরিকাঠামোর অভাব থাকলে অবিলম্বে রাজ্য প্রশাসনকে জানান। কোন কোন জায়গাতে কি কি অভাব রয়েছে তা বিস্তারিত ভাবে জানানোর জন্যেও হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের তরফে দ্রুত চিকিত্‍সা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য সামনেই উত্‍সবের মরশুম শুরু হয়ে যাবে। উত্‍সবকে সামনে রেখে নতুন করে সংক্রমণ বাড়তে থাকবে। এমনটাই আশঙ্কা করছেন কেউ কেউ। ইতিমধ্যে উত্‍সবকে সতর্ক করে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও রাজ্যের তরফেও এই বিষয়ে সতর্কতা মানা হচ্ছে।