মুচিপাড়ার বিজেপি নেতা সজল ঘোষকে শনিবার ২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আজ কড়া নিরাপত্তায় সজল ঘোষকে আদালতে পেশ করে পুলিশ। সেখানে বিজেপি কর্মীরাও উপস্থিত ছিল। তাঁরা তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছেন। সজল ঘোষের আইনজীবী বলেছেন, “ওঁনাকে গ্রেফতারির পদ্ধিতিটিই ভুল ছিল। যে সব ধারা দেওয়া হয়েছে তা ন্যায় সঙ্গত নয়।” পরবর্তী শুনানি ১৬ তারিখ। এদিকে, সজল ঘোষের গ্রেফতারির পর থেকেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, মুচিপাড়ার ক্লাব ভাঙচুর ও তৃণমূল যুবনেতার স্ত্রীর শ্লীলতাহানি করেছে সজলরা। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার উত্তর কলকাতার বিজেপি নেতা সজল ঘোষকে বাড়ির দরজা ভেঙ্গে গ্রেফতার করে পুলিশ।