দেশ

প্রথমে ‘হ্যাঁ’ বলেও ২৪ ঘণ্টায় ‘না’! গুজরাতের গোধরায় খেলার অনুমতি পেলেন না তৃণমূল

আগামীকাল ‘খেলা হবে দিবস’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই উপলক্ষ্যে মোদীর রাজ্যে গুজরাটের গোধরায় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে চেয়েছিল প্রদেশ তৃণমূল। মোদির রাজ্যে এই ফুটবল ম্যাচ করে, হই হই করে পালিত হবে ‘খেলা হবে দিবস’। একরকম মন প্রস্তুত করেই ফেলেছে তৃণমূল। কিন্তু শেষমুহূর্তে যে স্কুলে ম্যাচ হওয়ার কথা, সেই স্কুল কর্তৃপক্ষ মাঠ ব্যবহারের অনুমতি দিতে রাজি না হওয়ায় গুজরাটে অতান্তরে তৃণমূল ব্রিগেড। এর মধ্যে কদর্য রাজনীতি দেখছে ঘাসফুল  শিবির।গুজরাটে ‘খেলা হবে দিবস’ পালনের জন্য তৃণমূলের তরফে গোধরাকে বেছে নেওয়া হয়েছিল রাজনৈতিক তাৎপর্যকে মাথায় রেখেই। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন মমতা। গোধরার সেন্ট আর্নল্ড’স হাই স্কুলে আগামিকাল একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল তৃণমূল। প্রথমে এই ম্যাচের অনুমতি পেয়ে গিয়েছিল তৃণমূল। স্থির হয়, নেতাজি সুভাষ ও ভগৎ সিং সদস্যরা এই দুটি দলে ভাগ হয়ে খেলবেন। সেই মতো জার্সি, ট্রফিও  তৈরি হয়ে যায় রাতারাতি। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই নাটকীয় পরিবর্তন। স্কুল কর্তৃপক্ষ শেষ মুহূর্তে এই ম্যাচ আয়োজন করার অনুমোদন বাতিল করে দিল।