কোনওরকম প্রাক ইঙ্গিত ছাড়াই কংগ্রেস ছাড়লেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা গত তিনদশক ধরে অসম কংগ্রেসের সংগঠনে নিজের ছাপ রেখেছেন। তাই সুস্মিতার দল ছাড়ার খবরে রীতিমত চাঞ্চল্য গোটা অসম জুড়ে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, সুস্মিতার কি তবে এবার তৃণমূলে যোগ দিচ্ছেন? অসমের রাজনৈতিক মহল একপ্রকার নিশ্চিত, তৃণমূলেই যোগ দিতে চলেছেন সুস্মিতা। সূত্রের খবর অনুযায়ী, আজ দুপুরে কলকাতায় আসছেন সুস্মিতা। দেখে করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।পাশাপাশি কথা বলবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। গতকাল রবিবার কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়েছেন সুস্মিতা। তবে এর নেপথ্যে কোনও কারণ দেখাননি তিনি। লিখেছেন, এই চিঠিটি দলের প্রাথমিক সদস্যপদ থেকে আমার ইস্তফাপত্র হিসেবে গ্রহণ করুন। দীর্ঘ তিন দশক ধরে আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত। দলকে, দলের সমস্ত নেতাদের, কর্মীদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এমন মনে রাখার মতো যাত্রা উপহার দেওয়ার কারণে। ম্যাডাম, আমি ব্যক্তিগতবাবে আপনাকেও ধন্যবাদ দিতে চাই আপনার পরামর্শ ও আমাকে সুযোগ দেওয়ার জন্য। মানুষের স্বার্থে কাজ করে যেতে আমি নতুন পর্ব শুরু করতে চলেছি।