দেশ

পেগাসাস কাণ্ডে সুপ্রিমকোর্টে হলফনামা কেন্দ্রের

 পেগাসাস কাণ্ডে সুপ্রিমকোর্টে হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার। সোমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দেওয়া দু’পাতার হলফনামায় মামলাকারীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র। এর আগে পেগাসাস ইস্যুতে সংসদে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর তাঁর বক্তব্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন। হলফনামায় সেই বক্তব্যও সংযোজন করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পেগাসাস সম্পর্কিত সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে। এই মামলার প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। পিটিশনারদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনের কপি কেন্দ্রকে জমা দিতে হবে। দ্বিতীয় দিনের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, সরকারের বক্তব্য জানবার জন্য সময়ের প্রয়োজন। কারণ, একমাত্র যশবন্ত সিনহা ছাড়া বাকি মামলাকারীদের কপি তিনি পেয়েছেন। কপিগুলি তিনি পড়ছেন, বিস্তারিত জবাব দেওয়ার জন্য কিছুটা সময় লাগবে।