সদ্য আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। তারপরেই কার্যত দেশ ছাড়ার হিড়িক দেখা গিয়েছে সেখানে। কাবুল বিমানবন্দরে কার্যত উপচে পড়ছে ভিড়। কিন্তু আফগানিস্তানে তালিবানের হয়ে যুদ্ধে গিয়েছেন বাংলাদেশিরা। এমনটাই আশঙ্কাবার্তা এবার শোনা গেল ঢাকার পুলিশ কমিশনার (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) মহঃ শফিকুল ইসলাম। বাংলাদেশি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানান, গোটা পরিস্থিতির দিকেই আমাদের নজর রয়েছে। বেশ কয়েকজন বাংলাদেশি সেখানে গিয়েছেন। তারা এদেশে ফেরার চেষ্টা করলেই গ্রেফতার করা হবে। কয়েকদিন আগেই বাংলাদেশ পুলিশ তরফে জানানো হয়েছিল কয়েকজন যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথেই গ্রেফতার করা হয়। এমনকি ভারতেও বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে একই অপরাধে। ঢাকার এই শীর্ষ পুলিশ কর্তার আর্জি, কারোর বাড়ির সন্তান যদি আচমকা নিখোঁজ হয়ে যায়, তাহলে অতিদ্রুত যেন পুলিশে খবর দেওয়া হয়। কারণ, তালিবান ক্ষমতায় আসায় অনেকেই মগজধোলাই হবেন। আর আফগানিস্তানে জিহাদের জন্য পা বাড়াবেন। ফলে আগেভাগেই সতর্ক বাংলাদেশ প্রশাসন।