আফগানিস্তানে বাংলার কোন ব্যক্তি আটকে আছে কিনা তা জানতে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে খোঁজ নেওয়ার নির্দেশ দিল নবান্ন। যদি এমন কোনও ব্যক্তি সেখান থেকে থাকে, তাহলে তার নাম, নম্বর সংগ্রহ করে নবান্নে পাঠানোর জন্য বলা হয়েছে। বাংলায় ফেরার চেষ্টা করছেন এমন কেউ আবেদন করলে, তাকে তত্ক্ষণাত্ সাহায্য করার নির্দেশও দেওয়া হয়েছে।
আফগানিস্তানের সম্পূর্ণ দখলে নিয়েছে তালিবানরা। সেদেশে আটকা পড়ে ইতিমধ্যেই দেশে ফিরতে চাইছেন বহু ভারতীয়। যদিও বাংলার কেউ আটকে রয়েছেন এমন খবর সেভাবে মেলেনি। তবে নবান্নের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কোনও বাসিন্দা রয়েছেন কি না তার খোঁজ নিতে হবে। ইতিমধ্যেই প্রত্যেক জেলার জেলাশাসকদের একটি নির্দেশ পাঠিয়েছে নবান্ন। যেখানে বলা হয়েছে, সে দেশের যেকোনো প্রান্তে যদি বাঙ্গালি কোন ব্যক্তি আটকে পড়েন, তাহলে সে সম্বন্ধে সমস্ত তথ্য জোগাড় করতে হবে। সে ক্ষেত্রে পরিবারের লোকেদের থেকে ওই ব্যক্তির নাম, ঠিকানা ও ফোন নম্বর ইত্যাদি তথ্য পাঠাতে হবে নবান্নতে। যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বায়ুসেনার বিশেষ বিমান পাঠিয়েছে আফগানিস্তানে। শুধু তা-ই নয় সেখানে থেকে ভারতীয়দের উদ্ধার করতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে খোলা হয়েছে আফগানিস্তান সেল। ওই বিশেষ সেলের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। যদি কোন ভারতীয় আফগানিস্তানের যেকোনো প্রান্তে আটকে পড়েন তাহলে তারা ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন। তাঁদের দেশে ফেরাতে ফাস্ট ট্র্যাক ই-ইমার্জেন্সি ভিসা ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।