দেশ

১৮ অগাস্ট নেতাজির মৃত্যু! বিজেপি-কংগ্রেসের টুইটে বিতর্ক, সরব তৃণমূল

 ১৯৪৫ সালের ১৮ অগস্ট, অর্থাৎ আজকের দিনে তাইওয়ানের তাইপেইতে বিমান দুর্ঘটনায় কি মৃত্যু হয়েছিল নেতাজির? আদৌ সেই বিমান দুর্ঘটনায় দেশনায়কের মৃত্যু হয়েছিল কিনা, তা নিয়ে আজও ধন্দ রয়েছে। এই অবস্থায় নেতাজির ‘মৃত্যুবার্ষিকী’ সংক্রান্ত টুইট করে বিতর্কে জড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বুধবার, ১৮ অগাস্ট অর্থাৎ তাইওয়ান বিমান দুর্ঘটনার দিন। সকাল সকাল প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। নেতাজির সংগ্রাম, ত্যাগ ও দেশের প্রতি নিষ্ঠা সমস্ত তরুণদের অনুপ্রেরণা। জয় হিন্দ!” একই মর্মে টুইট করেছে কংগ্রেসও। তাঁদের তরফেও একটি ছবি টুইট করা হয়েছে। সেখানেও লেখা, সুভাষচন্দ্র বসুর মৃত্য়ুদিন ১৮ অগাস্ট, ১৯৪৫।  এই বিষয়ে বিজেপি এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, “কঠোর বিরোধিতা করছি। এই দিনে মৃত্য়ুর কোনও প্রমাণ নেই। কংগ্রেস এবং বিজেপি কেউই নেতাজির শেষ অবস্থা খোঁজার চেষ্টা করেনি। ভারত এবং বাংলার আবেগ নিয়ে খেলবেন না। প্রথমে মৃত্যু নিশ্চিত করুন। ক্লাসিফায়েড ফাইল প্রকাশ্যে আনুন।”

https://twitter.com/DrRPNishank/status/1427824448942395399