রাতের শহরের নিরাপত্তা বাড়ানোর উপরে আবারও জোর দিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সোমবার কলকাতা পুলিশের অপরাধ-দমন বৈঠক অনুষ্ঠিত হয় আলিপুর বডিগার্ড লাইন্সে। সেখানেই পুলিশ কমিশনার সকলের কাছে জানতে চান, রাতের শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে কী কী করা উচিত? লালবাজার সূত্রের খবর, এখনকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেও কমিশনার জানান, রাতের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে হবে। কলকাতা পুলিশের বিভিন্ন থানা এবং সেখানকার কর্মীরা গভীর রাতে কতটা সজাগ ও সক্রিয় থাকেন, তা সরেজমিন খতিয়ে দেখতে গত সপ্তাহেই পরিদর্শনে বেরিয়েছিলেন পুলিশ কমিশনার স্বয়ং। কাউকে আগাম কোনও খবর না-দিয়েই গভীর রাতে আচমকা পরিদর্শনে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরেন তিনি। রাতের শহরে পুলিশি তৎপরতা কেমন থাকে, তা-ও ঘুরে দেখেন তিনি। সেই রাতে বেশ কয়েকটি থানাতেও গিয়েছিলেন পুলিশ কমিশনার। পুলিশের এক কর্তা জানান, তাঁদের ধারণা, কমিশনার যে নৈশ পরিদর্শনে বেরিয়েছিলেন, তাতে নিরাপত্তার ক্ষেত্রে বেশ কিছু খামতি তাঁর চোখে ধরা পড়েছে। সেই কারণেই মাসিক অপরাধ-দমন বৈঠকে রাতের নিরাপত্তা নিয়ে বিশেষ ভাবে আলোচনা করেছেন তিনি। রাত ৯টার পরিবর্তে রাস্তায় বেরোনোর উপরে বিধিনিষেধ এখন চালু হচ্ছে ১১টা থেকে। এর ফলে রাতের শহরে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে এবং পানশালা-রেস্তরাঁও খোলা থাকবে বেশি ক্ষণ। সেই কারণে রাতের দিকে পুলিশি তৎপরতায় যাতে কোনও রকম শিথিলতা না আসে, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন কমিশনার। সেই সঙ্গে গোলমাল ঠেকাতে পানশালাগুলির উপরেও নজর রাখতে বলেছেন তিনি।