কলকাতা

মাদার ডেয়ারির নাম বদলে বাংলা ডেয়ারি, জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সমস্ত জেলার ডিএম ও এসপিদের নিয়ে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গত ১৬ অগস্ট থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। বৈঠকের পর মাদার ডায়েরির নাম পরিবর্তনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা ‘মাদার ডেয়ারি’র নাম পাল্টে করা হচ্ছে ‘বাংলা ডেয়ারি’। বুধবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু সবকিছুই বাংলায় হচ্ছে, বাংলায় দুধ, ডিম, ফল, হাঁস ও মুরগি উত্‍পাদনে জোর দিচ্ছে, তাই আমি চাই মাদার ডেয়ারির নাম পরিবর্তন হোক। এমনিতে মাদার ডেয়ারি নামের কোনও আপত্তি নেই কিন্তু যেহেতু বাংলার একটা বিশাল অবদান আছে তাই এবার থেকে বাংলা ডেয়ারি নাম দেওয়ার কথা আলোচনা করেছি আমরা। এতে বাংলার লাভ হবে।’ অর্থাত্‍ এবার থেকে মাদার ডায়েরি লেখা দুধের প্যাকেটের গায়ে লেখা থাকবে বাংলা ডায়েরি।এ দিন মুখ্যমন্ত্রী বলেন,’ এটা বাংলার কোম্পানি নয়। আমার যখন বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা দুধ উৎপাদন করে তাহলে বাংলা ডেয়ারি কেন করব না!’ নাম বদলে আরও কিছু দিন সময় লাগবে। এনিয়ে প্রধান সচিব ও মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,’বাংলার সঙ্গে সম্পর্কিত বাংলা ডেয়ারি করব।