কলকাতা

এবার থেকে রবিবারেও চলবে মেট্রো

আগামী সপ্তাহ থেকেই মেট্রো চলবে রবিবারেও। তবে সাধারণ যাত্রীদের জন্য নয়। স্টাফ স্পেশাল হিসেবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য ছুটির দিনেও শহরে গড়াবে মেট্রোর চাকা। যদিও আগামী রবিবার WBCS পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা অ্যাডমিট কার্ড দেখিয়ে মেট্রোতে চড়তে পারবেন। এদিকে, শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। যদিও ওইদিন ও সাধারণ যাত্রীদের মেট্রোতে চড়ার নির্দেশ নেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা। বর্তমানে সপ্তাহে ৫ দিন মেট্রো পরিষেবা মেলে। এখন রাত ৯টা পর্যন্ত পরিষেবা পান আমজনতা। তবে এবার রবিবারেও মিলবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ৩৮টি করে মোট ৭৬টি ট্রেন চলবে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ১০ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। একইসঙ্গে শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। ১৭২টি স্পেশাল মেট্রো চলবে ওইদিন। আট মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। তবে ওই দু’দিন সাধারণ মানুষ মেট্রোয় উঠতে পারবেন না। কোভিড পরিস্থিতি কিছুটা শিথিল হতেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানোর অনুমতি দেয় নবান্ন। জুলাই থেকে মেট্রোয় যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা। সোম থেকে শুক্র স্বাভাবিক নিয়মেই চলছে মেট্রো। ১৩ অগস্ট অর্থাত্‍ শুক্রবার থেকে আরও ৮টি অতিরিক্ত মেট্রো চলছে। সকাল ও বিকেলে অফিসটাইমে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি থাকে। তখন দু’টি মেট্রোর মধ্যে সময়ে ব্যবধান ৭ মিনিট থেকে কমিয়ে করা হয়েছে ৫ মিনিট।