আজ বিজেপি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী। মালদা জেলার কংগ্রেসের এক প্রধান-সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যারাও তৃণমূলে যোগদান করেন এদিন। মানিকচক বিধানসভা এলাকায় এই যোদদান পর্ব হয়েছে। বুধবার বিকেলে ইংলিশবাজারের সদরঘাট এলাকায় নিজের বাড়িতে কংগ্রেস ও বিজেপি নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এদিন মালদার শোভানগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান রাখি রায়-সহ কংগ্রেসরেই পঞ্চায়েত সদস্য সাহেরা খাতুন, ফুলবাড়িয়া পঞ্চায়েত সমিতি-র বিজেপি সদস্য যমুনা বসাক ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মন্ডল এদিন তৃণমূলে যোগদান করেন। যোগদান পর্বের পর মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে তাঁরা তৃণমূলে যোগদান করলেন। বিরোধী শিবির থেকে শাসকদলের ছত্রছায়ায় এসে কংগ্রেস ও বিজেপি নেতারাও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নের কর্মযজ্ঞ আরও এগিয়ে নিয়ে যেতে চান। দলীয় নির্দেশ মেনেই এখন কাজ করাই লক্ষ্য সদ্য় যোগ দেওয়া নেতা-কর্মীদের।