কলকাতা

বেনামি টাকার খোঁজে রাজ্যের সমস্ত সমবায় ব্যাঙ্কে অডিট, নাম না করে শুভেন্দুকেই নিশানা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের সমস্ত সমবায় ব্যাঙ্কে অডিট করে বেনামি অ্যাকাউন্ট খুঁজে বের করা হবে৷ এ দিন নবান্নে প্রশাসনিক বৈঠকের পর এ কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করলেও মুখ্যমন্ত্রীর নিশানায় যে শুভেন্দু অধিকারীই ছিলেন, তা স্পষ্ট৷আদালতের অনুমতি ছাড়া কাঁথি সমবায় ব্যাঙ্কের স্পেশ্যাল অডিট করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ যে ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী৷ এ দিন অবশ্য মুখ্যমন্ত্রী নবান্নে দাবি করেছেন, রাজ্য সরকার চাইলে আইন মেনে সব সমবায় ব্যাঙ্কেরই অডিট করাতে পারে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘সমবায় ব্যাঙ্কগুলির সব বেনামি অ্যাকাউন্টের অডিট হবে৷ অডিট করতে তো কেউ বারণ করেনি৷ আমি বেনামে এক হাজারটা অ্যাকাউন্ট করে রেখে দিলাম৷ কেউ জানতেও পারল না৷ হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে রেখে দিলাম৷ বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে৷ কারণ ওটা সরকারের টাকা৷ আইন অনুযায়ী পদ্ধতি মেনে অডিট হবে৷ কোথাও কোথাও সরকারকে সদয় হতে হয়, কোথাও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়৷ ওই টাকাটা একজন ভোগ করবে কেন? ওই টাকায় মানুষের উন্নয়নে সরকারি প্রকল্প হবে৷’