দেশ

লক্ষ্য ২০২৪! আজ বিরোধীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে সোনিয়া, থাকছেন মমতাও

বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার লক্ষে আগেই ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোট গঠনের পক্ষে সওয়াল করেছেন তিনি। জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি সফরে গিয়ে বিভিন্ন নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক তারই প্রমাণ । দেখা করেছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে । এবার বিরোধীদের একজোট করতে ময়দানে নামলেন সোনিয়া গান্ধি। আজ বিজেপি বিরোধী নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন তিনি । সেখানে উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও কয়েকটি বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন । মূলত, ভার্চুয়াল মাধ্যমে বিকেল ৪টে থেকে এই বৈঠক হবে । বিভিন্ন সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে এ দিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, থাকবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, ডিএমকে প্রধান এমকে স্তালিন এবং জেএমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান হেমন্ত সোরেন । থাকবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং, অশোক গেহলট ও ভূপেশ বাঘেল। এবার বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তপ্ত ছিল রাজ্যসভা ও লোকসভা । প্রথম থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সরব ছিলেন বিরোধীরা । একদিকে পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে সরব তারা ৷ অন্যদিকে কেন্দ্রের তৈরি করা তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলেছে তারা ৷ তালিকায় যুক্ত হয়েছে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির মতো ইস্যু । এই পরিস্থিতিতে রোজই দফা দফায় বন্ধ হয়েছে অধিবেশন ৷ রাহুল গান্ধির নেতৃত্বে গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিরোধীদের । এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের আগেই সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে যায় ।