বিনোদন

প্রয়াত সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য

শোকের ছায়া শিল্পীমহলে। প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে আচমকা বুকে ব্যথা শুরু হয় পিলু ভট্টাচার্যের৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিলু ভট্টাচার্য। বাবার মৃত্যু প্রসঙ্গে ছেলে ঋতর্ষি ভট্টাচার্য্য জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন।’ প্রসঙ্গত, জলছবি, কান্দিয়া আকুল, চল যাই-এর মতো একাধিক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন পিলু ভট্টাচার্য। ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন পিলু ভট্টাচার্য। ২০১৯ সালে ভারতীয় দলের জন্য ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি গেয়েছিলেন পিলু ভট্টাচার্য।