জলপাইগুড়ি সদর ব্লকে টাকার বিনিময়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম দেওয়া অভিযোগ ওঠে। ফর্ম তুলতে শনিবার সকাল থেকেই ব্যাপক ভিড় ছিল খড়িয়া এলাকায়। সেখানেই রঞ্জন হাজরা নামে এক যুবক টাকার বিনিময়ে ফর্ম বিলি করছিল। কারওর কাছে ১০০, আবার কারওর কাছে ২০০ করে টাকা নিচ্ছিল বলে অভিযোগ। সরকারি প্রকল্পে ফর্ম বিক্রির অভিযোগ ওঠায় পুলিশকে খবর দেয় গ্রাহকরা। অভিযোগ পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সেখানে এসে রঞ্জনকে গ্রেপ্তার করে। ডিএসপি সমীর পাল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।