কলকাতাবাসীর জন্য দারুণ খবর। কলকাতার পুরবাজেটে বড় ঘোষণা করলেন মুখ্য পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা এলাকায় এবার থেকে দিতে হবে না মিউটেশন ফি। পাশাপাশি কলকাতা শহরের পানীয় জলের সমস্যা মেটাতে পুরবাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় পানীয় জল প্রকল্পে ২১০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। কলকাতায় পানীয় জলের সমস্যা নিয়ে বহুদিনের অভিযোগ শহরবাসীর। পুরভোটকে সামনে রেখেই এসব জনমুখী সিদ্ধান্ত বলে মনে করেছে ওয়াকিবহাল। মিউটেশন বাবদ ১০০ টাকা এবং প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা মিলিয়ে মোট ২০০ টাকা লাগত। কিন্তু এবার থেকে সেটা আর দিতে না। মিউটেশন ফি মকুবের ঘোষণা হয়েছিল আগেই। এবার মিউটেশন সংক্রান্ত আরও কয়েকটি ফি-তেও ছাড় দিল কলকাতা পুরসভা। মিউটেশন সার্টিফিকেট তোলার ক্ষেত্রেও কোনও আলাদা ফি দিতে হবে না।