কলকাতা

অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ নয়, নতুনদের চাকরি, বড় সিদ্ধান্ত রাজ্যে সরকারের

বিভিন্ন দফতরে শূন্যপদ কত জানতে চাইল নবান্ন

অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্নিয়োগ রুখতে কঠোর হচ্ছে রাজ্য৷ তাই বিভিন্ন দফতরে কত খালি পদ পড়ে রয়েছে তা জানতে চাইল নবান্ন৷ শনিবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে সব দফতরগুলিকে একটি চিঠি পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে, দফতরগুলিকে শূন্যপদের সংখ্যা জানাতে হবে৷ প্রতিমাসে কোন দফতর থেকে কতজন কর্মী অবসর নিচ্ছেন সেটাও জানাতে বলা হয়েছে৷ মনে করা হচ্ছে, চাকরিপ্রার্থীদের কাছে সরকারি চাকরি পাওয়ার সুযোগ তৈরি করে দিতেই শূন্যপদের সংখ্যা জানতে চেয়েছে নবান্ন৷ চিঠির মূল বিষয় দুটি৷ প্রথমত, সব দফতরগুলিতে শূন্যপদের সংখ্যা জানাতে হবে৷ দ্বিতীয়ত, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্নিয়োগ রুখতে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কর্মরত অবস্থায় কোনও ব্যক্তির মৃত্যু হলে তা পুরো তথ্য সমেত জানাতে হবে৷ সরকারি আধিকারিকদের একাংশের ধারনা, প্রশাসনিক কাজে গতি আনতে শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করতে চায় নবান্ন৷ সেই কারণে প্রতিটি দফতরের কাছ থেকে তালিকা চেয়ে পাঠানো হয়েছে৷ ওই তালিকা দেখলেই বোঝা যাবে কোন দফতরে কত লোক রয়েছে৷ কত লোক নিলে ঠিকমতো সামলানো যাবে দফতরের কাজ৷ প্রতি মাসের ৭ তারিখ ওই তালিকা দফতরগুলিকে পাঠাতে হবে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরকে৷