জেলা

কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

 আর্থিক তছরুপের অভিযোগে তৃণমূল জামানার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হল। পুরসভার আর্থিক তছরুপের ঘটনায় গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন বস্ত্র ও আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পে তিনি প্রায় দশ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ। রবিবার বাঁকুড়ার জেলা পুলিশ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে। বিভিন্ন সময়ে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক বিষয়ে ১০ কোটি টাকার তছরুপের অভিযোগ।  বর্তমানে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দীর্ঘদিন তদন্তের পর প্রাক্তন বিরুদ্ধে সরাসরি তছরুপের যোগ থাকায় গ্রেফতার করেছে বাঁকুড়া পুলিস আধিকারিকেরা। অনেকদিন ধরেই টেন্ডার পাস করিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আসছিল। খতিয়ে দেখা হয়েছে প্রাক্তন বিধায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের রাস্তাঘাট সহ একাধিক কাজে অনিয়ম ছিল ৷ এ নিয়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে বছর দু‘য়েক আগে ১০ কোটি তছরুপের টাকার অভিযোগ জমা পড়ে ৷ অভিযোগ খতিয়ে দেখার পর বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপকুমার দত্ত প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে তাঁর বাড়ি গ্রেফতার করে পুলিশ ৷ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে ৷ প্রথমে কংগ্রেস ও পরে তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান পদে কাজ করেছেন তিনি ৷ চলতি বছরের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছে ৷