দেশ

প্রায় ২ মাস কেটে গেলেও আয়কর পোর্টালের সমস্যার সমাধান না হওয়ায় সরাসরি ইনফোসিস কর্তাকেই তলব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর!

অনলাইনে আয়কর জমা দিতে গিয়ে প্রতিনিয়তই সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। গত জুন মাসেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রায় দু’মাস কেটে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় এ বার ইনফোসিস কর্তা সলিল পারেখ-কে সোমবার তলব করল অর্থমন্ত্রক। দেশকে আত্মনির্ভর বানানোর প্রচেষ্টায় যাবতীয় ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতিতে কাজের সুযোগ আনা হয়েছে। আয়করের ক্ষেত্রেও বর্তমানে অনলাইনেই টাকা জমা দেওয়া যায়। কিন্তু অধিকাংশ সময়ই সরকারি ওই ওয়েবসাইটে কিছু না কিছু যান্ত্রিক সমস্যা লেগেই থাকে। গত জুন মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এই সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছিলেন। ওয়েবসাইটের প্রস্তুতকর্তা তথা ইনফোসিসের প্রধান সলিল পারেখ ও সিনিয়র এক্সেকিউটিভ প্রবীণ রাওকে পোর্টালে বদল এনে আরও গ্রাহক-বান্ধব বানানোর পরামর্শ দেওয়া হয়েছিল অর্থমন্ত্রকের তরফে।