কলকাতা

বেহালায় তৃণমূল ওয়ার্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি

ফের গুলি চলল বেহালায়। ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে বলে অভিযোগ। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মোটরবাইকে চেপে এসে দুষ্কৃতীরা গুলি ছুড়ে পালিয়েছে বলে অভিযোগ করেছেন রূপকবাবু। এই ঘটনা ঘটেছে রবিবার রাত ১২টা নাগাদ। রূপক গঙ্গোপাধ্যায়ের বাড়ি বেহালার জেমস লং সরণিতে। গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায়। বাড়ির দোতলার জানলার কাঁচ ভেঙে পড়ে। পরদিন সকালেই থানায় অভিযোগ দায়ের করেন রূপকবাবু। প্রসঙ্গত ভোটপর্ব মিটে যাওযার পরেই বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ফের গতকাল রাতে গুলি চলল। রূপকবাবুর অভিযোগ, মোটরবাইকে চেপে এসেছিল দুষ্কৃীতারা। তাঁর বাড়ি লক্ষ্য করেই গুলি চলছিল। বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চেপে পালাচ্ছে। চার রাউন্ড গুলি চলেছে বলে থানায় অভিযোগ করেছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। বস্তপত ১২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় সেই ওযার্ড পরিচালনার দায়িত্ব এখন রূপক গঙ্গোপাধ্যায়ের ওপরেই। তাঁর দাবি, ওয়ার্ডের দায়িত্ব নিজের হাতে নেওয়ার পরেই এলাকায় তোলাবাজি ও অপরাধমূলক ঘটনা বন্ধ হয়েছে। তাই তাঁর ওপর প্রবল আক্রোশেই এই হামলা হয়েছে। ঘটনায় বিজেপি জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন রূপকবাবু।