কলকাতা

মহেশতলায় উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ল লরি

মহেশতলায় ভয়াবহ দুর্ঘটনা। সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল লরি। চালক অল্পবিস্তর জখম হয়েছেন। তবে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লরিটি।সোমবার ঘড়ির কাঁটায় তখন ভোর পাঁচটা দশ-পনেরো হবে। সেই সময় মহেশতলা পৌরসভার ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুল ধরে যাচ্ছিল ফুড কর্পোরেশনের একটি লরি। আচমকাই নিয়ন্ত্রণ হারায় লরিটি। উড়ালপুল থেকে নিচে পড়ে যায়। জনবহুল ওই এলাকায় যদি সকাল ছ’টার পরে ঘটনাটি ঘটত তাহলে প্রাণহানির আশঙ্কা আরও বাড়ত। এক্ষেত্রে সামান্য জখম হয়েছেন লরিচালক। তবে প্রাণহানির মতো বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আছিপুরের ফুড কর্পোরেশনের গোডাউনে রেশন থেকে দেওয়া দ্রব্যাদি নামিয়ে তারাতলার দিকে যাচ্ছিল। সম্ভবত গাড়ির কোন যান্ত্রিক ত্রুটির ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মহেশতলা থানার পুলিশ আপাতত বিবিটি রোডের একটি লেন অস্থায়ীরূপে বন্ধ করে রেখেছে।