কলকাতা

করোনার তৃতীয় ওয়েব ভয়ঙ্কর না হলে পুজোর পরই খুলছে স্কুল: মুখ্যমন্ত্রী

করোনার পরিস্থিতিতে কবে খুলবে রাজ্যের স্কুল জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিলেন পুজোর পরই স্কুল খোলার চিন্তাভাবনা রয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউ কতটা মারাত্মক প্রভাব ফেলে জনজীবনে সেটা দেখা হবে। সবদিক ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পর খুলে দেওয়া হবে স্কুল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর স্কুল খোলা হবে। স্যানিটাইজ করে সমস্ত স্কুল খুলবে। কিন্তু, যদি তৃতীয় ওয়েব ভয়াবহ আকার ধারণ করে, তখন তো আমাদের হাতে কিছু থাকবে না’। প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকেই বন্ধ রয়েছে রাজ্যের স্কুলগুলি। এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। কিন্তু এরমধ্যে অক্টোবরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে বদলে যেতে পারে সিদ্ধান্ত। এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। যদিও এসএফআই সহ কয়েকটি ছাত্র সংগঠন রাজ্যের স্কুল খোলা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। অভিভাবকরাও দাবি তুলছেন দ্রুত পঠনপাঠন শুরু করা হোক। তবে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদেরও আক্রান্ত হতে পারে, তাই স্কুল খোলা নিয়ে সাবধানী রাজ্য সরকার।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/249258753589385