কলকাতা

আফগানিস্তান নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে থাকবে তৃণমূল, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২৬ অগাষ্ট আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যে সর্বদল বৈঠক ডেকেছে তাতে অংশ নেবে তৃণমূল কংগ্রেস। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে বিদেশমন্ত্রক কাজ করছে। ওই দেশ থেকে বাংলার নাগরিকদের ফেরানোর জন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য একযোগে নাগরিকদের ফেরাচ্ছে। রাজ্যের বহু বাসিন্দা আফগানিস্তানে আটকে পড়েছেন। তাঁদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন পরিবারের লোকজন। এর আগে মুখ্যমন্ত্রীও জেলাশাসকদের নির্দেশ দিয়েছিলেন কোন জেলায় কতজন আফগানিস্তানে আটকে রয়েছেন তার তালিকা তৈরি করতে। সেইমতো কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে নবান্ন। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জানান, এখনও রাজ্য়ের কতজন আফগানিস্তানে রয়েছেন তার সঠিক তথ্য এখনও হাতে আসেনি। এখনও অনেকে যোগাযোগ করছেন। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সকলকেই ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার। এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করছে।