কলকাতা

আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ! পুরসভা স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল প্রশিক্ষণ

বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার থার্ড ওয়েভের থেকে রেহাই পাবে না শিশুরাও। পরিস্থিতি মোকাবিলায় শহরজুড়ে উপযুক্ত পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে কলকাতা পুরসভা জানাচ্ছে। এবার কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। সোমবার পুরসভায় স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞরা। প্রশিক্ষণ নেন আশাকর্মীরা। করোনা থেকে সেরে ওঠার পর বহু শারীরিক সমস্যা দেখা দেয়, সেগুলির বিষয়ে বিভিন্ন এলাকায় গিয়ে পরামর্শ দেবেন তাঁরা। তৃতীয় ঢেউ এলে, কী কী মাথায় রাখতে হবে, তাও বোঝাবেন। মাসে দু’বার এই প্রশিক্ষণ হবে। পুরসভাকে সাহায্য করছে একটি সংস্থা। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এই টেলি-ভার্চুয়াল প্রশিক্ষনে অংশ নেবেন প্রায় ৬০০ কর্মী।