গত এক সপ্তাহে মথুরার কোন গ্রামের ৬ জনের প্রাণ কেড়েছে অজানা জ্বর। মৃতদের মধ্যে ৫ জন ছেলেমেয়ে। ইতিমধ্যেই অজানা জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৮০ জন ভর্তি রয়েছেন মথুরা, আগ্রা ও রাজস্থানের ভরতপুরেরর বিভিন্ন হাসপাতালে। সোমবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থাতেই দুই নাবালকের মৃত্যু হয়েছে। এরা হল সেবক (৯) ও হানি (৬)। ধুম জ্বর থাকাকালীন এই দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়েছে আরও চারজনের। মৃতেরা হল বছর উনিসের রুচি, অবিনাশ (৯), রোমিয়া(২), রেখা(১) মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার রচনা গুপ্ত জানান, চিকিত্সকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ওই গ্রামে গিয়ে জ্বরে আক্রান্ত ও তাঁদের পরিজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে এনেছে। যে নমুনার ম্যালেরিয়া, টেঙ্গি ও কোভিড টেস্ট হবে। তবে আধিকারিকরা জানিয়েছেন, মৃত্যুর কারণ এখনও কিছু জানা যায়নি। তবে ডেঙ্গির সম্ভাবনা রয়েছে। কারণ জ্বরের পাশাপাশি আক্রান্তদের রক্তে প্লেটলেটের পরিমাণ কমে গিয়েছিল।