কলকাতা

‘ভুয়ো আইনজীবী’ সেজে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বিজেপির মহিলা সদস্য নাজিয়া খানকে গ্রেপ্তার করল পুলিশ

ভুয়ো সিবিআই, ভুয়ো আইপিএস এরপর এবার ভুয়ো আইনজীবী। দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীদের হাত থেকে পদ্ম পতাকা নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। সেই নাজিয়া খানকে গ্রেফতার করল গিরিশ পার্ক থানার পুলিশ। অভিযোগ, আইনজীবী পরিচয় দিয়ে বহু মানুষের থেকে মামলা লড়বেন বলে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এই নাজিয়া। কিন্তু মামলা লড়েননি। পুলিশের বক্তব্য, নাজিয়ার থেকে প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু তিনি যে আইনজীবী সেই নথিই তিনি দেখাতে পারেননি। সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি অভিযোগে করেন, বিবাহ বিচ্ছেদের মামলা লড়ার জন্য তাঁর থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন নাজিয়া। কিন্তু মামলা লড়েননি। এরপর গতবছর গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। এরপর বার কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম থেকে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, কলকাতায় এমন নামে কোনও আইনজীবী নেই। এরপরই তদন্তে নামে গিরিশ পার্ক থানা। এদিন নাজিয়াকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। বিচারক তাঁকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপি।