রাজ্যে সঠিক সময়ে উপনির্বাচনের দাবি নিয়ে ফের দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের পাঁচ সাংসদের এক প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের দপ্তরে যায়। প্রতিনিধি দলে ছিলেন সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, সাজদা আহমেদ এবং মহুয়া মৈত্র। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয় তৃণমূলের প্রতিনিধিদের। তৃণমূলের প্রতিনিধিরা আশাবাদী, কমিশন উপনির্বাচন সঠিক সময়ে করার ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে।“কমিশনের কাজ নির্বাচন করা। সেটাকে আটকে রাখা নয়। ওঁরাও চাইছে ভোট করাতে।” দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এমনটাই বলতে শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়কে। দাবি করলেন, নির্বাচন কমিশনও রাজ্যে যথাসময়ে উপনির্বাচন করাতে আগ্রহী।