কলকাতা

চিকিত্‍সক ও নার্সদের জন্য বিনা পয়সায় ১০ একর জমি, পুজোর আগেই দক্ষ নার্সদের বড় পুরস্কার সহ একগুচ্ছ পদক্ষেপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পূর্বের ঘোষণা মতোই এদিন এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো মনিটরিংয়ে বসেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বাস্থ্যকর্তা, চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য পুরপ্রশাসক ফিরহাদ হাকিম, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও। পরে চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক বড় ঘোষণার কথা জানালেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কথামতো তিনি এসএসকেএম হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি হাসপাতালে কর্মরতা নার্সদের জন্য বড় পুরস্কার ঘোষণা করলেন। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সদের আমরা আরও এক ধাপ পদোন্নতি করব। ভাল কাজ করলে এই পদোন্নতি হয়ে নার্সরা হবেন প্র্যাকটিশনার সিস্টার। পাশাপাশি চিকিত্‍সক এবং নার্সদের জন্য বিনামূল্যে ১০ একর জমি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী করোনার তৃতীয় ঢেউ সামলানোর জন্য গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেথলেন স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করে। সেইসঙ্গে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। এরপর তিনি এসএসকেএম হাসপাতালের বাইরে হালকা বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দাঁড়িয়ে সাংবাদিকদের কথা বলেন। সেখানেই তিনি বলেন, সরকারি হাসপাতালের নার্সরা অভিজ্ঞতার জোরে প্র্যাক্টিশনার সিস্টার হতে পারেন। এরজন্য প্রয়োজনীয় পদ তৈরি করবে রাজ্য়ের স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রীর কথায়, চিকিত্‍সকদের নির্দেশে জুনিয়র ডাক্তাররা খুব ভাল কাজ করেন। অনেক নার্স দীর্ঘ অভিজ্ঞতা থেকে চিকিত্‍সকদের সমান কাজ করতে পারেন। যাঁরা ভাল কাজ করবেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সদের আমরা আরও এক ধাপ পদোন্নতি করব। ভাল কাজ করলে এই পদোন্নতি হয়ে নার্সরা হবেন প্র্যাকটিশনার সিস্টার। অর্থাত্‍, তাঁরা চিকিত্‍সকের অনুপস্থিতিতে রোগীর সুশ্রষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। তিনি আরও বলেন, প্র্যাকটিশনার সিস্টাররা প্র্যাকটিসও করতে পারবেন। একই সঙ্গে তাঁদের দায়িত্ব নিয়ে অনেক কাজও করতে হবে, যাতে হাসপাতালে চিকিত্‍সকের অভাব বোধ না হয়।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/425626965527297