খরচ জোগাতে এবার নতুন করে ৭টি স্টেশনের নাম ভাড়া দিচ্ছে কলকাতা মেট্রো। ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট এবং উত্তর-দক্ষিণ মেট্রোর ৮টি স্টেশন ব্র্যান্ডিংয়ের কাজ শুরু হয়েছে। বিভিন্ন সংস্থা সেগুলিকে ভাড়া নিয়েছে। নতুন করে যে ৭টি স্টেশনের ব্যান্ডিং-এর জন্য টেন্ডার ডাকা হয়েছে, সেগুলি হল উত্তর-দক্ষিণ মেট্রোর দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো বেঙ্গল কেমিক্যাল ও শিয়ালদা স্টেশন। যে কোনও সংস্থা ওই স্টেশনগুলির নাম ৫ বছরের জন্য ভাড়া নিতে পারবে। এর ফলে ওই স্টেশনের নামের আগে বা পরে সংস্থার লোগো বা নাম ব্যবহার করা যাবে। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে শহরের মেট্রো পথ সম্প্রসারণের কাজ শেষ হবে। ততদিনে করোনা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ফলে সে সময় শহরের বেশিরভাগ নিত্যযাত্রীই ব্যবহার করবে মেট্রো। সেই সম্ভাবনার কথা ভেবেই স্টেশনের নাম ব্র্যান্ডিংয়ের জন্য জন্য টেন্ডার ডাকা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে স্টেশনের নাম ভাড়া নেওয়ার জন্য। বেলগাছিয়া বাদে বাকি ছ’টি স্টেশন ১৫০০ স্কোয়ারফুট জায়গা নির্দিষ্ট সংস্থা ব্যবহার করতে পারবে। আর বেলগাছিয়া স্টেশন শুধুমাত্র ৫৩০ স্কোয়ারফুট জায়গা ব্যবহার করা যাবে। স্টেশনে ঢোকার এবং বেরোনোর রাস্তায়, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, পিলারে সংস্থার নাম লেখা যাবে। আগামী দিনে আয় বাড়াতে আরও স্টেশন ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে মেট্রো।