কলকাতাঃ বিপদজনক পোস্তা উড়ালপুলের বাকি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। প্রথম দফার কাজ প্রায় শেষ, এবার শুরু হল দ্বিতীয় দফার কাজ। পূর্ত দফতর সূত্রে খবর, কলকাতা পুরনিগম ও দমকলের যৌথ উদ্যোগে ভাঙা হবে পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশটি। গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক অংশটি দ্রুত যাতে ভেঙে ফেলা যায়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ত দফতর সূত্রে খবর। এর জেরে হাওড়ার বিবেকানন্দ রোড থেকে শুরু করে উত্তর ও মধ্য কলকাতার ঢোকার গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ থাকবে। আর তার জেরে বিবেকানন্দ রোডের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজার জানিয়েছে, আপাতত বিবেকানন্দ রোডের গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তবে পথচলতি মানুষজন যাতে অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য বিকল্প রাস্তার সন্ধান দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
🔴 বিকল্প পথগুলি হল – পূর্বদিকে যাওয়া গাড়িগুলি রবীন্দ্রসরণী ক্রশিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। মানিকতলা হয়ে বিবেকানন্দ রোড ধরে যাতায়াতকারী বাসগুলি বিডন স্ট্রীট, সিআর অ্যাভিনিউ ও এমজি রোড হয়ে হাওড়ার দিকে যাবে। ৪৩, ১৬১ ও ১৩৯ রুটের বাসগুলি ঘুরপথে যাতায়াত করবে। নিমতলা ঘাট স্ট্রিটের বি কে পাল মোড় থেকে রবীন্দ্রসরণী পর্যন্ত একমুখী রাস্তা বন্ধ থাকবে। আপাতত এমজি রোডে ট্রাম পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। জনবহুল এলাকায় পোস্তা উড়ালপুল ভাঙার কাজ চলায় কেএমডিএ কর্তৃপক্ষ যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে। গোটা চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, দ্বিতীয় দফা কাজের জন্য যে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, সেটাও পুরসভার তরফ থেকে সংস্কার করে দেওয়া হবে।