দেশ

উত্তরাখণ্ডে ব্রিজ ভেঙে নদীতে ভেসে গেল গাড়ি

ফের প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডে। উত্তরাখন্ডে বিগত তিন-চার দিন অবিরাম বৃষ্টিপাতের কারণে ফুঁসে উঠেছিল জখন নদী। রানী পোখারী গ্রামের কাছে জখন নদীর উপর দেরাদুন-ঋষিকেশ ব্রিজ একেবারে মাঝখান দিয়ে ভেঙে পড়ল। এদিন দুপুরে আচমকাই নদীর উপরে দেহরাদুন- ঋষিকেশ হাইওয়ের মধ্যে থাকা একটি সেতু ভেঙে পড়ে। সেই সময় সেতুর উপরে দিয়ে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল। কিন্তু সেতু বসে যাচ্ছে দেখে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন চালক এবং আরোহীরা। ফলে কোনও প্রাণহানির খবর মেলেনি। ঘটনায় একটি ট্রাক নদীতে পড়ে আটকে রয়েছে আর দুটি গাড়ি ভেসে গেছে। ভাঙা বিজের ওপর দিয়েই তীব্র বেগে প্রবাহিত হয়ে চলেছে জখন। উত্তরাখন্ড পুলিশের তরফে ইতিমধ্যেই টুইট করে জানানো হয়েছে এই রাস্তা ব্যবহার না করতে। অন্যদিকে, বৃষ্টিপাতের ফলে ভূমিধস দেখা দিচ্ছে উত্তরাখন্ডের অনেক জায়গায়। যে কারণে ঋষিকেশ-দেবপ্রয়াগ, ঋষিকেশ-তেহরি, দেরাদুন-মুসৌরি রাস্তা বন্ধ রয়েছে। পাশাপাশি, তপোবন-মালেথা ন্যাশানাল হাইওয়ে ৫৮ নম্বর রাস্তাটিও ভারী বৃষ্টিপাতের ফলে বন্ধ রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নৈনিতাল, চম্পাওয়াত, উধম সিং নগর, বাগেশ্বর এবং পিথোরাগড়ে আগামী সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।