কলকাতা

বাঙালিরা আজকাল প্যাকেটের দুধ খান, তাই আসল দুধ খাননি বলে গরুর দুধে সোনার দর বোঝেননি, আদি তত্ত্বেই অনড় দিলীপ ঘোষ

বছর দুয়েক পর ফের দিলীপ ঘোষের গরুর দুধ নিয়ে সোনার তত্ত্ব দিলেন । শুক্রবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে উলটে সমালোচকদের ‘আসল দুধই খাননি’ বলে সমালোচনা করেন তিনি।  এদিন দিলীপবাবু বলেন, ‘বাঙালিরা আজকাল প্যাকেটের দুধ খান। গরুর দুধ খান না। যাঁরা আসল দুধ খাননি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন কী করে?’ বছর দুয়েক আগে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘গরুর দুধে সোনার ভাগ রয়েছে। তাই দুধের রং একটু হলদেটে হয়। দেশি গরুর কুঁজে থাকে নাড়ি, তাকে স্বর্ণনাড়ি বলে, সূর্যের আলো পড়লে তা থেকে সোনা তৈরি হয়। এই গরুর দুধে থাকে রোগ প্রতিষেধক শক্তি।’ দিলীপের ওই বক্তব্যের পরের দিনই হুগলির চণ্ডীতলার গরলগাছার এক কৃষক মজার কাণ্ড ঘটিয়েছিলেন। বাড়ির গোয়াল থেকে একটা গরুকে টানতে টানতে নিয়ে গিয়েছিলেন স্থানীয় একটি গোল্ড লোনের অফিসে। গিয়ে ম্যানেজারকে বলেছিলেন, দিলীপদা বলেছেন গরুর দুধে সোনা আছে। এই নিন গরু। এবার আমায় লোন দিন। সেই সংস্থার ম্যানেজারের তখন কালঘাম ছোটার অবস্থা। তবে সেসব বেশ থেমেই গিয়েছিল। এদিন নিজেই দিলীপ উস্কে দিলেন গরুর দুধে সোনা তত্ত্ব। ‘দিলীপবাবুর মন্তব্য নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘দিলীপবাবু যদি সেই আসল গরুর সন্ধান দিতে পারেন তাহলে তা নিয়ে গবেষণার ব্যবস্থা হবে।’