আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তারই প্রস্তুতি চলছিল ওই কলেজে। এবার বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন কলেজের সামনে অনুষ্ঠানের পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর বক্তব্য শোনানোর ব্যবস্থাও করা হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে বাংলায় ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার পর এবার তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। তাই সেখানে নিজেদের জমি শক্ত করতে উঠে পড়ে লেগেছে তারা। কিন্তু, আজ ফের সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলা চালিয়েছে বিজেপি। আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তারই প্রস্তুতি চলছিল ওই কলেজে। এবার বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন কলেজের সামনে অনুষ্ঠানের পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর বক্তব্য শোনানোর ব্যবস্থাও করা হয়েছে সেখানে। জায়েন্ট স্ক্রিন লাগিয়ে তাঁর বক্তব্য শোনানো হবে বলে জানা গিয়েছে। ওই কলেজে সেই প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন টিএমসিপির সদস্যরা। অভিযোগ, তখনই তাঁদের ঘিরে ধরে এবিভিপির সদস্যরা। হামলার পর থেকেই সোলাঙ্কি সেনগুপ্ত নামে এক ছাত্রী নিখোঁজ ছিলেন বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। পরে তাঁকে খুঁজে পাওয়া যায়। তাঁর অভিযোগ, এবিভিপির সদস্যরা তাঁকে ঘিরে ফেলেছিল। এরপর তাঁকে কলেজের কমনরুমে আটকে রাখা হয়। পুলিশ আসতেই তালা খুলে দেয় অভিযুক্তরা। তাঁর ব্যাগ-মোবাইল কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। আরও অভিযোগ, কলেজের সামনেই রয়েছে পুলিশ ফাঁড়ি। কিন্তু পুলিশে অভিযোগ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে শেষমেষ পুলিশ যায় ঘটনাস্থলে। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, একুশে জুলাইয়ের প্রস্তুতিও দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদের ওপর ত্রিপুরায় হামলা চালিয়েছিল বিজেপি। ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছিল খেলা হবে দিবসের প্রস্তুতিতেও। ব্যতিক্রম ঘটল না টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের আগেও। পাশাপাশি এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন টিএমসিপি সদস্যরা। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবারই ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও সাংসদ শান্তনু সেন।