৯ মাস ধরে কেন্দ্রের ৩টি কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন জারি রেখেছে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের কৃষকেরা। তাঁদের আন্দোলনকে সমর্থন করেছেন দেশের বহু মানুষ। শনিবার দুপুরে হরিয়ানার মুখ্যমন্ত্রীর সভা ঘিরে কৃষকেরা ফের বিক্ষোভ দেখান। সেই সময়েই পুলিশ লাঠিচার্জ চালায় তাঁদের উপর। কৃষক-পুলিশ সংঘর্ষে ফের ধুন্ধুমার পরিস্থিতি সেখানে। পুলিশের লাঠিচার্জে ইতিমধ্যেই আহত হয়েছেন বহু কৃষক। কাউকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কৃষকদের উপর পুলিশের এই আচরণের তীব্র সমালোচনা করে টুইট করেছেন রাহুল গান্ধী। লাঠিচার্জের বিরোধিতায় ফের কারনালে জাতীয় সড়ক অবরোধ করেন কৃষকেরা। সূত্রের খবর, শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের একটি সভার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকেরা। এর একদিন আগেই কৃষক সংগঠনগুলি টোল প্লাজা এবং জাতীয় সড়ক অবরোধ করার ডাক দেয়। বিক্ষোভ চলাকালীন বিজেপির রাজ্য সভাপতি ওপি ধনখড়ের কনভয় যায় সেখান দিয়ে। সেটি আটকানোর চেষ্টা করেন কৃষকেরা। তাঁদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করতে থাকে পুলিশ। একটি ভিডিওতে দেখা যায়, উচ্চ পদাধিকারী একজন কনস্টেবলদের নির্দেশ দেন, ‘বিজেপি নেতার গাড়ি যেসমস্ত কৃষকেরা আটকাচ্ছেন, তাঁদের মাথায় আঘাত কর’। সেই ভিডিওটিই শেয়ার করেন রাহুল গান্ধী। পুলিশের এই লাঠিচার্জের বিরোধিতায় পথ অবরোধ করেন কৃষকেরা। অবরোধের কারণে দিল্লি-অমৃতসর হাইওয়ে ও আম্বালার বিভিন্ন অঞ্চলে দেখা যায় যানজট।