মাদক কাণ্ডে গ্রেপ্তার অভিনেতা আরমান কোহলি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিনেতার আন্ধেরির বাড়িতে যান এনসিবি আধিকারিকরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কোকেন বাজেয়াপ্ত করা হয়। টানা ১২ ঘণ্টা জেরার পর বক্তব্যে অসঙ্গতি মেলায় মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি গ্রেপ্তার করেছে তাঁকে। অভিনেতার মুম্বইয়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে এর আগেও বেআইনি কাজে জড়িয়ে পড়েছিলেন আরমান। ২০১৮ সালে তাঁর বাড়ি থেকে ৪১ টি স্কচ হুইস্কির বোতল উদ্ধার করা হয়েছিল। তখনও ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার এই সহ-অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদকচক্রের হদিশ পেতে সক্রিয় হয়ে ওঠে এনসিবি। করণ জোহর ও অর্জুন রামপালকে সমন পাঠানো হয়েছিল কয়েকদিন আগেই। এবার ‘বিগ বস’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একটি সাক্ষাত্কারে আরমান বলেছিলেন, ‘আমি যদি কয়েকটি সিনেমা নার ছাড়তাম তাহলে অনেকেই বড় সুপারস্টার হতে পারতেন না’। শাহরুখ একসময় বলেন, ‘আমাকে স্টার বানানোর পিছনে আরমান কোহলির অবদান অনস্বীকার্য’।