ফের ত্রিপুরায় তৃণমূলের নেতা-নেত্রীরা। বিপ্লব দেবের গড়ে তৃণমূলের নেতা ও কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, এমনই অভিযোগ তুলেছিলেন নেত্রী সুজাতা মণ্ডল। এবার ত্রিপুরায় পৌঁছে বিজেপিকে কটাক্ষ করলেন তিনি। তৃণমূল মহিলা ভোটকে লক্ষ্য করে সুজাতা, জয়ার মতো মুখকেই সামনে এগিয়ে দিচ্ছে। আগরতলায় দাঁড়িয়ে সুজাতা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি সরকারকে উত্খাত করা। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু তাতে আমরা ভয় পাব না। আমরা সাংগঠনিক দিক থেকে তৈরি হয়ে গিয়েছি। জয় বাংলার মতো এখানেও স্লোগান উঠবে ‘জয় ত্রিপুরা’। ২০২৩-এ তৃণমূল সরকার গড়বে ত্রিপুরায়। মা-বোনেদের আশীর্বাদ থাকবে আমাদের ওপর। বিপ্লব দেবের সরকারের আমলে ত্রিপুরার মানুষ বঞ্চিত, অত্যাচারিত।’ অন্যদিকে, ত্রিপুরায় আক্রান্ত হওয়ার পর আবারও আগরতলায় পা রাখলেন জয়া দত্ত। সেখান থেকে বিপ্লব দেবের সরকারকে তোপ দিয়ে বলেন, ‘ত্রিপুরায় বারবার আসা যাওয়া চলতে থাকবে আমাদের। কেউ আটকাতে পারবে না। ওঁরা আবার মামলা করবে। কিন্তু তাতে কিছু যায় আসে না। যতই পরিকল্পিতভাবে অত্যাচার করুক, ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না।’