আয়করদাতাদের জন্য সুখবর। আয়কর জমা দেওয়ার জন্য সময়সীমার পাশাপাশি প্রয়োজনীয় বেশ কয়েকটি ফর্ম ফিলআপের দিনক্ষণ ৩১ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ফলে আয়কর জমা দেওয়া যে ফর্মগুলি ৩০ অগাস্টের মধ্যে ভরে দেওয়ার কথা, তা আপাতত না করলেও হবে। এই ঘোষণা যে করদাতাদের জন্য স্বস্তিদায়ক, তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, এই বর্ধিত মেয়াদের সুবিধা নেওয়ার জন্য অতিরিক্ত কোনও অর্থও ব্যয় করতে হবে না। ভারতীয় আয়কর বিভাগের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিবাদ থেকে বিশ্বাস আইনের অধীনে কর জমা দেওয়ার জন্য যে ৩ নম্বর ফর্ম পূরণ করতে হয়, সেই ফর্ম পূরণের ক্ষেত্রে কিছু সমস্যার উদ্ভাবন হওয়ার কারণে পরিস্থিতি বিবেচনা করে কর দেওয়ার শেষ দিনের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হচ্ছে। এর জন্য কোনও অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। আয়কর বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, আয়কর দাখিল করার সময়সীমা বৃদ্ধির পরিবর্তিত সিদ্ধান্ত ২০২০ সালের বিবাদ থেকে বিশ্বাস আইনের ৩ নম্বর প্রভেদ অনুযায়ী করা হয়েছে। সূত্রে খবর, আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া যাতে মসৃণভাবে চালানো যায় তা নিশ্চিত করতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পোর্টালের সমস্ত সমস্যার সমাধান করা নির্দেশ দেওয়া হয়েছে ইনফোসিসকে। সেই সময়ের মধ্যেই যাতে সব ধরনের প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়, তেমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। নয়তো ইনফোসিসের উপর বড়সড় কোপ পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।