আজ হাই জাম্পে জোড়া পদক আনলেন ভারতের থাঙ্গাভেলু মায়াপ্পন এবং শরদ কুমার। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন মায়াপ্পন। অল্পের জন্য সোনা হাতছাড়া করেছেন তিনি। অন্যদিকে, তৃতীয় স্থানে শেষ করে শরদ কুমার জিতলেন ব্রোঞ্জ পদক। মঙ্গলবার হাই জাম্পের টি-৬৩ বিভাগের ফাইনালে ভারতের দুই অ্যাথলিটের চূড়ান্ত লড়াই ছিল আমেরিকার স্যাম মানাগেসের বিরুদ্ধে। ফাইনালে শরদ কুমার ১.৮৩ মিটার লাফান। দ্বিতীয় স্থানে শেষ করা থাঙ্গাভেলু মায়াপ্পন লাফান ১.৮৬ মিটার। অন্যদিকে সোনাজয়ী স্যাম লাফিয়েছেন ১.৮৮ মিটার। হাই জাম্পে এই জোড়া পদকের ফলে টোকিও প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ১০। এর মধ্যে দুটি সোনা, ৫টি রুপো এবং বাকিগুলি ব্রোঞ্জ। চলতি প্যারালিম্পিকের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ভারতীয় অ্যাথলিটরা। আজ সকালেই ১০ মিটার এয়ার P1 ১০ মিটার এয়ার পিস্তলের SH1 ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন সিংহরাজ আধানা। এই নিয়ে মঙ্গলবার ৩টি পদক জিতল ভারত।