তিন দফা দাবিতে মঙ্গলবার রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘট ডেকেছিল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। ফলে তেল না পেয়ে ভোগান্তি হচ্ছিল সাধারণ মানুষের। পথে বাস-ট্যাক্সিও কম নেমেছিল। মঙ্গলবার দুপুরেই সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে। ডিলারদের সমস্যা মেটাতে তেল কোম্পানিগুলির সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ফলে ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। বুধবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট ডাকা হলেও মঙ্গলবার সন্ধ্যাতেই সমস্ত পাম্প খুলে যাচ্ছে। ডিলার কমিশন বৃদ্ধি ও পেট্রলে ইথানল মেশানোর দাবিতে ২৪ ঘন্টার পাম্প ধর্মঘট ডেকেছিল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। ফলে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে প্রায় আড়াই হাজার পেট্রল পাম্প বন্ধ ছিল। যদিও অন্য একটি সংগঠনের পাম্প কিছু খোলা ছিল। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এদিন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসে ধর্মঘটী সংগঠনের প্রতিনিধিরা। মন্ত্রীর কাছে সমস্ত সমস্য়া ও দাবিদাওয়া তুলে ধরা হয়। পরে ফিরহাদ হাকিম তাঁদের তেল কোম্পানি, রাজ্য সরকার এবং ডিলারদের সংগঠনদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আশ্বাস দেন। তিনি নিজেই উদ্য়োগ নেবেন বলেছেন ফিরহাদ হাকিম। ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি অরূণ সিংহানিয়া জানিয়েছেন, মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হল।