কলকাতা

ওভার লোডিং আটকাতে জেলা পুলিস ও আরটিওদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব

ওভার লোডিং আটকাতে জেলার পুলিস ও আরটিওদের আরও তৎপর হওয়ার নির্দেশ নবান্নের। নবান্ন সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব এই মর্মে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, জেলাশাসকদের মুখ্যসচিব জানিয়েছেন ওভার লোডিং সংক্রান্ত সব তথ্য প্রত্যেকদিন রিপোর্ট আকারে পাঠাতে হবে পরিবহন দপ্তরে। জেলাশাসক ও পুলিশ সুপাররা এডিজি আইনশৃঙ্খলা-র মাধ্যমে এই রিপোর্ট অনলাইনে পাঠাবেন পরিবহন দপ্তরে। কোন জেলার কোন রাস্তায় কোন ধরনের গাড়িতে ওভার লোডিংয়ের অভিযোগ বেশি আসছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সব কিছু খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সাংবাদিক সম্মেলনেও বলেছেন ওভার লোডিংয়ের ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। এটা আটকাবার জন্যে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেও কয়েকটি জেলায় ওভার লোডিংয়ের অভিযোগ আসছে। তাই আবারও জেলাশাসকদের সতর্ক করে দিলেন মুখ্যসচিব।