জেলা

বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ অব্যাহত, নিরাপত্তা চেয়ে আবেদন উপাচার্যর

বিতর্ক থামার নাম নেই বিশ্বভারতীতে। শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিসে কাজে যোগ দিতে এসে অসংখ্য কর্মী বলাকা গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি আন্দোলনরত পড়ুয়ারা তালা মেরে কর্মসংস্কৃতি নষ্ট করতে চাইছে বিশ্বভারতীর। তবে কর্তৃপক্ষের দাবিকে নস্যাৎ করেছে বিক্ষোভকারী পড়ুয়ারা।  তাদের দাবি, উপাচার্যের নির্দেশে তালা মেরেছে নিরাপত্তা কর্মীরা। যার দায় ছাত্র-ছাত্রীদের নয়। কর্মীদের হেনস্তার  দায় উপাচার্যের। চারদিন ধরে চলা ছাত্র-ছাত্রীদের আন্দোলনের জেরে নিরাপত্তার অভাব বোধ করায় রাজ্য সরকারের পুলিসের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করল  বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর বাসভবন পূর্বিতার সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে, নিরাপত্তা চেয়ে শান্তিনিকেতন থানায় আবেদন করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলে সূত্রের খবর। এর সত্যতা স্বীকার করেছেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি। তিনি জানান, উপাচার্য আমাদের কাছে নিরাপত্তা আবেদন করেছে আমরা সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রয়োজনে নিরাপত্তা দেওয়া হবে।