দীর্ঘ ২০ বছর সময় পরে আফগানিস্তানের মাটি ছেড়ে স্বদেশে উড়ে গেল মার্কিন সেনাবাহনী ৷ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে সোমবার গভীর রাতে মার্কিন বায়ু সেনাবাহিনীর শেষ পাঁচটি সি-১৭টি বিমান আকাশে উড়তেই খুশির বাঁধ ভাঙা তালিবান শিবিরে৷ বাজি, বোমা ফাটিয়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে আকাশে মুহুর্মুহু গুলি ছুঁড়ে মুক্তির স্বাদ উদযাপনে মেতে ওঠে তালিবরা৷ কাবুলের আকাশজুড়ে তখন আলোলর মেলা৷ গুলি বোমার শব্দে বাতাসে কান পাতা দায়৷ হাওয়ায় তীব্র বারুদের গন্ধে সাধারণ আফগানের হৃদস্পন্দন যখন তীব্র তেকে তীব্রতর হচ্ছে, তখন মুক্তির উল্লাসে বিভোর তালিবান৷ সপ্তাহ দুয়েক আগেই রাজধানী কাবুল দখল করে নিজেদের ক্ষমতা ফিরে পেয়েছে তালিবানরা৷ এদিকে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি৷ কাবুলের প্রাসাদ দখলের পরেই আফগান সেনার তদন্তকারী দলকে হন্যে হয়ে খুঁজে ফিরছে তালিবানরা৷ মহিলারা দেশ ছেড়ে পালাতে ব্যস্ত৷ যাঁদের উপায় নেই তাঁরা আপাতত বোরখায় মুখ ঢাকছেন৷ কাবুলজুড়ে বন্দুক বাগিয়ে ঘুরছে তালিবান৷ শরিয়ত আইনে বিরোধী কিছু দেখলেই ঝলসে উঠছে বুলেটে৷ মুড়ি মুড়কির মতো প্রাণ যাচ্ছে মানুষের৷ সন্তানকে বাঁচাতে মা মার্কিন সেনার হাতে সঁপে দিচ্ছেন শেষ সম্বল৷ অস্থির কাবুলের একমাত্র আশাভরসা মার্কিন সেনার অবস্থানের মেয়াদও শেষ হয়ে এল৷